নিজস্ব প্রতিবেদন : ১১৫ টি কামড়ের দাগ পাওয়া গেছে মৌমিতা দেবনাথের শরীরে তো আসলে মৌমিতা দেবনাথ কে কিভাবে গণধর্ষণ করে হত্যা করেছে তাদের ইতি মধ্যে কয়েকজন কে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের নাকি ফাঁসির রায় দিয়ে দিয়েছে তো ইতি মধ্যে আ সা মি রা মৌমিতা দেবনাথ কে যেভাবে মেরেছে এই বিষয় নিয়ে ভয়বহ তথ্য ফাঁস করলো
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচুর পরিমানে ভাইরাল অপয়া নামের অর্থাৎ মৌমিতাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করেছে তাই পুরো বিশ্ব এখন এই বিষয় টি নিয়ে আলোচনা সমালোচনা করছে
বন্ধু ,আর,জি, কর মেডিক্যাল কলেজে এই মৌমিতা দেবনাথ ডাক্তার এর চাকরি করতেন এই ভাবে কয়েক বছর যাওয়ার পর মেডিক্যালের কিছু গোপন রহস্য জেনে যায় এই মৌমিতা দেবনাথ
আরো পড়ুন - মাধ্যমিক পাশে চাকরি ইন্টারভিউ এর মাধ্যমে
মৌমিতা দেবনাথ যখন মেডিক্যালের এই দুর্নীতি বাজ এর কথা যখন জানতে পারে তখন ডাক্তার রা তাকে নাকি ধর্মকি এবং হুঁশিয়ারি দিয়েছিল এর ফলে তাকে টানা ৩৬ ঘন্টা ডিউটি তে রেখেছিলো যাতে তিনি কারো কাছে কিছু ফাঁস করতে না পারে তবে টানা ৩৬ ঘন্টা ডিউটি করতে তার কাছে কালো ছায়া নেমে আসে আমি বলতেছি সেই ৯ আগস্ট এর কথা যেই রাতে এই মৌমিতা মেয়েটি রাতে খাবার অর্ডার করে একসাথে ডিনার পর্যন্ত করে খেলা দেখে তারপর সে ৩৬ ঘন্টা ডিউটি করার পর সে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাইছিলো
তখন সঞ্জয় নামে এই সিভিক ভলেন্টিয়ার নেশা গ্রস্ত অবস্থায় মেডিক্যালে প্রবেশ করে বন্ধুরা এই সঞ্জয় নাকি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাছাড়া তার ফোনে সবসময় অশ্লীল ভিডিও থাকে তো সঞ্জয় মূলত হাসপাতালের সমস্ত কিছু জানতো কোথায় কি থাকে কি রয়েছে এমন কি সবকিছু
আরও পড়ুন - পোস্ট অফিসে চাকরি মাধ্যমিক পাশে
সে মূলত ডাক্তার মৌমিতা কে শুয়ে থাকা দেখে তার উপর নির্যাতন শুরু করে তাছাড়া সঞ্জয় কে হেল্প করেছে নাকি আরো দুই মহিলা ময়না তদন্ত করে জানা যায় তার গলায় নাকি প্রচন্ড আঘাত করে হাতে পায়ে সব বিভিন্ন জায়গায় এছাড়া তার শরীরে নাকি বিভিন্ন Semen পাওয়া গেছে প্রায় ২৫০ গ্রাম এর মতো এবং ১১৫ টির বেশি আঘাত রয়েছে এবার বুজতেই পারছেন কত নির্মম অর্ত্যাচার করেছে তার উপর এবং সর্ব শেষ হত্যা করে ফেলে সেই সেমিনার হলে তার বডি টি পাওয়া যায় টেবিলের উপর তবে এই ঘটনাটি চাপা দেওয়ার জন্য বাড়িতে ফোন করে বলে সে নাকি আত্মহত্যা করেছে পরে ময়না তদন্ত করে বেরিয়ে আসে আসল ফাঁস
পাওয়া যায় সেই রিপোর্টে গণধর্ষণের ক্ষত পুলিশে তদন্ত করে সঞ্জয় রায় কে গ্রেফতার করে বিভিন্ন মেয়ের সাথে ফ্রড করতো ফ্যামিলির কোন দায়িত্ব পালন করত না সঞ্জয় দত্ত সিভিক ভলেন্টিয়ার হলেও চলাফেরা করত বসের মতো এবং গোটা বিশ্ব চাচ্ছে মৌমিতা দেবনাথকে যেভাবে গণধর্ষণ করে মেরেছে তার যেন ফাঁসিহোক
Awake Bangla পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক