Railway Recruitment 2024 রেলে গ্রুপ D পদে আবারো নিয়োগ ১ লাখ শুন্যপদে নিয়োগ Indian Railway Department
নিজস্ব প্রতিবেদন : রেলে গ্রুপ D পদে আবারো নিয়োগ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু রেলের এই গ্রুপ D পদে আবেদন করতে পারবেন | রেল Department কিন্তু একটা বড়ো নেটওয়ার্ক প্রায় গোটা পৃথিবীতে এই নেটওয়ার্ক আছে বলে মনে হয়
এইখানে যদি আপনি চাকরি পেয়ে জান তাহলে ভাবুন একটা বিশাল বেপার এই রেল ডিপার্টমেন্ট অনেক গুলো চাকরি আছে সেগুলোর মধ্যে একটা চাকরি পেয়ে যাবেন যদি আপনি আগে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি রেল চাকরি পেয়ে যাবেন
বন্ধু এবার কিন্তু রেল ডিপার্টমেন্ট এর তরফ থেকে বলা হয়েছে এইবার কিন্তু ১লাখ শুন্যপদে নিয়োগ করা হবে তাড়াতাড়ি আবেদন করে ফেলো সময় সবার আগে তা ছাড়া কিন্তু এই আবেদন প্রকীয়া এখনো শুরু হয়নি সামনে মাসে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে সবাই আবেদন করার জন্য তৈরী থাকো
আরও পড়ুন- উচ্চমাধ্যমিক পাশে বনদপ্তর চাকরি
শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি রেল ডিপার্টমেন্ট চাকরি করতে চান তাহলে আপনাকে কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে আপনার যদি আরো ডিগ্রি থাকে তাহলে আরো ভালো
বয়স সীমা
আপনি যদি রেল ডিপার্টমেন্ট চাকরি করতে চান তাহলে আপনাকে কমপক্ষে আপনাকে ১৪ থেকে ৩৩ বছরের মধ্যে থাকতে হবে আর OBC দের জন্য ৩ আর SC-ST ৫ টি আছে
বেতন রেল ডিপার্টমেন্ট
রেল ডিপার্টমেন্ট চাকরি করতে চান তাহলে আপনাকে ৪৫,০০০ টাকা আপনাকে প্রদান করা হবে মনে রাখবেন এটা কিন্তু গ্রুপ D Requirement
সিলেকশন পদ্ধতি
রেল ডিপার্টমেন্ট চাকরি করতে চান তাহলে আপনাকে নিয়োগ পদ্ধতি কিন্তু গুরুত্ব পূর্ণ
১) পরীক্ষা বা CBT বন্ধুরা আপনাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে কষ্ট করে হাতে লিখতে হবে না
২) যারা ছেলে আছো তাদের ৩৫ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌঁড়াতে হবে ২ মিনিটের মধ্যে | ১ কিলো মিটার দৌঁড়াতে হবে ৪ মিনিটের মধ্যে | আর মেয়েদের ক্ষেত্রে ২০ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌঁড়াতে হবে ২ মিনিটের মধ্যে ১ কিলো মিটার দৌঁড়াতে হবে ৫ মিনিটের মধ্যে
৩) আর মেডিক্যাল টেস্ট হবে বিশেষ করে চোখের আপনার চোখের কোনো সমস্যা আছে কিনা এটাই চেক করবে
বন্ধুরা আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি সামনে মাসে শুরু হতে পারে এটার দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ