Forest Guard Recruitment 2024, বনদপ্তর চাকরি নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা কেবল মাত্র ১২ পাশে আবেদন করতে পারবেন
নিজস্ব প্রতিবেদনঃ ফরেস্ট গার্ড বা বনদপ্তর চাকরি এর নতুন নিয়োগ প্রকীয়া জারি হয়ে গেছে যেখানে কেবল মাত্র ১২ পাস যোগ্যতা তে ছেলেমেয়ে দের নিয়োগ করা হচ্ছে এখানে vacancy সংখ্যা মাত্র ১৪৮৪ জন যেখানে আপনারা কেবল মাত্র ১২ পাশে আবেদন করতে পারবেন একটা কথা বলে দিই আপনি এই চাকরি টি West bengal বাইরে করতে হবে অর্থাৎ আপনাকে West bangle এর বাইরে আপনার পোস্টিং হবে বনদপ্তর মানে প্রচন্ড আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে বা পড়তে হবে শুধু একটুখানী পড়লে হয়ে যাবে তো যারা ১২ পাস আছো তারা ঝটপট Apply করে দাও সময় কিন্তু বেশিদিন নেই
বন্ধুরা বনদপ্তরে কঠিন কাজ করতে হবে এই কথাটি যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন আপনাকে বেশি কিছু কাজ করতে হবেনা শুধু মাত্র বনের যতগুলো পশু আছে সেগুলোকে একটু দেখতে হবে কোনো পশুর যদি কিছু হয় সেই গুলি আপনাকে Treatment করতে হবে এই কাজ গুলো সাধারন্ত হয়ে থাকে আর যদি আপনি চিড়িয়াখানা চাকরি পেয়ে যান তাহলে তো আর কোনো কোথায় নেই ওই খানে বেশি কাজ থাকে না
কতজন Vacancy নেবে ফরেস্ট গার্ড Department
Vacancy মোট সংখ্যা ১৪৮৪ জন নেওয়া হবে ফরেস্ট গার্ড Department এর বেশি কিন্তু বলা হয়নি
আরও পড়ুন - আবারও নিয়োগ চালু হলো রেলে এক লক্ষ শুন্যপদে
শিক্ষাগত যোগ্যতা
এই ফরেস্ট গার্ড Department এ কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস লাগবে এর বেশি যদি ডিগ্রি থাকে তাহলে আরোও ভালো হয়
বয়স সীমা
ফরেস্ট গার্ড এ আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনাকে ১৮-৪০ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন নাহলে আপনি আবেদন করতে পারবেন না
বেতন কত দেওয়া হবে এই পদে
দেখো বন্ধুরা আপনি যদি চাকরি নিতে চান তাহলে বেতন নিয়ে ভাববেন না তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আগে আপনি চাকরি পান তারপর না হয় বেতন নিয়ে ভাববেন যাইহোক ফরেস্ট গার্ড Department এর তরফ থেকে আপনাকে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে
আবেদনের শেষ তারিখ
01/07/2024 আবেদনের শেষ তারিখ ঝটপট আবেদন করে দেন
সিলেক্শন কিভাবে নেওয়া হবে
১) আপনাদের উচ্চতা মাপা হবে
২) লিখিত পরীক্ষা হবে
৩) তৃতীয় Walking অর্থাৎ হাঁটতে হবে ২৫-৩০ কিলোমিটার
৪) লাস্ট আপনার Medical টেস্ট হবে
বন্ধুরা অবশ্যই আপনারা আবেদন করবেন
বন্ধুরা আজকের মধ্যে ফর্ম টি ফিলাপ করুন সময় কিন্তু বেশি দিন নেই